সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস পাহাড় থেকে পড়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে নিচে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

গতকাল শনিবার দেশটির পশ্চিম জাভাপ্রদেশের সুবাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির খবরে জানানো হয়েছে। পর্যটকরা তাংকুবান পাহাড়ের একটি ঝরনা দেখতে ওই বাসে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ৪০ জন পর্যটক নিয়ে বাসটি জাভার বানটেনপ্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে দ্রুতগতিতে যাচ্ছিল। পথে পশ্চিম জাভাপ্রদেশের সুবাং এলাকায় বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। এ ঘটনায় আহতদের বাস থেকে বের করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুবাং হাসপাতালের মুখপাত্র মামাত দুদিরাখমাত বলেছেন, হাসপাতাল মর্গে মৃতদেহগুলো রাখা হয়েছে। পুলিশের ধারণা, হয়তো বাসটি ব্রেকফেল করতে পারে। এর পরও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com