সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

ইতিহাস নষ্ট করে শিক্ষার্থীদের জয় বাংলা শিখানো হয়েছে—লক্ষ্মীপুরে এ্যানি

ইতিহাস নষ্ট করে শিক্ষার্থীদের জয় বাংলা শিখানো হয়েছে---লক্ষ্মীপুরে এ্যানি

রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে ইতিহাস নষ্ট করে শিক্ষার্থীদের জয় বাংলা শিখানো হয়েছে। তিনি বলেন, পাঠ্য পুস্তকে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এখন প্রকৃত ইতিহাস তৈরিতে কাজ করতে হবে। সম্প্রতি জাতিসংঘ একটি রির্পোট আপনারা দেখেছেন। ক্ষমতা থাকতে শেখ হাসিনা কি রকম বলপ্রয়োগ ঘুম-খুন ও অত্যাচার করেছে তা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের এই রির্পোট পাঠ্যবইতে অর্ন্তভুক্ত করার দাবী জানান তিনি।

১৬ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে লক্ষ্মীপুর শহরের ১২ নং ওয়ার্ড লাহাকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক মো: শাহজাহান মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, সাবেক পৌরসভার চেয়ারম্যান হাসান্জ্জুামান চৌধুরী মিন্টু,পৌর বিএনপি আহবায়ক মাহাবুবুর রহমান লিটন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com