শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে আজ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন।

বাকিরা আজ রোববার ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর চারটি উপদলের মধ্যে তিনটি দল ঢাকায় ফিরে কানেক্টিং ফ্লাইটে মিয়ানমার সফরে যাবে। প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

সূত্রটি জানায়, ঢাকায় ফিরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠক করে আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা করবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ফিরে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com