রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

আ’লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

আ’লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বুধবার রাত ১১টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানী লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর আদালত এ আদেশ দেন।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের হাতে। তাছাড়া ২১ জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ সালে নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েসনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক ও পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে দুর্জয় পদ দু’টি থেকে পদত্যাগ করেন। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন। আর মা মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com