মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

আলীকদম কলেজ একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন

আলীকদম কলেজ একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের আলীকদম কলেজ এর একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আলীকদম কলেজ এর নিজস্ব জায়গায় নতুন একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলীকদম কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন। আলীকদম থানার অফিসার ইনর্চাজ মির্জা জহির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো,কলেজে জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী,মোঃ নুর হোসেনসহ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এ প্রত্যন্ত এলাকায় আলীকদম কলেজ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। আলীকদম কলেজ এর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এরপর আলীকদম কলেজ এর নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com