সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ৬০ কোটি টাকার স্পন্সর স্বত্ব কিনে নেয়া টেলিকোম্পানি রবির কঠিন শর্তে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন জাতীয় দলের ক্রিকেট তারকারা। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে কেনা এই চুক্তি চলবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। রবির ৬০ কোটি টাকায় এই স্পন্সর স্বত্ব কিনে নেবার পর শর্ত ছিল, জাতীয় দলের ক্রিকেটাররা তাদের কোম্পানির বিজ্ঞাপন ছাড়া আর কোনো টেলিকম বা সেলফোন কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না। ইতিমধ্যে সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অন্য টেলিকম কোম্পানির সাথে নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চুক্তি বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
এতদিন এ নিয়ে সক্রিয় না থাকলেও সম্প্রতি এই বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই শর্ত বাস্তবায়ন করা হলে বিশাল অঙ্কের আয় বঞ্চিত হবে টাইগাররা।
২০১৫ সালে স্পন্সরের বিজ্ঞপ্তি দেবার পর ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে গ্রামীণ ফোনকে হারিয়ে বিসিবির মিডিয়া স্পন্সর নেয় রবি। তারপরের বারও ৬০ কোটি টাকায় স্পন্সর হাতছাড়া করেনি এই টেলিকম কোম্পানিটি। কিন্তু এবার রবির এই শর্তের কারণে ২০১৮ সালের চুক্তি নিয়ে বেশ জটিলতা দেখা দিতে পারে।
বিসিবি থেকে জানানো হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন চুক্তি করতে হবে টিম স্পন্সর শর্ত মেনেই। আন্তর্জাতিক চুক্তির রীতি অনুযায়ী নাকি একই ধরণের একাধিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারেন না কোনো ক্রিকেটার। আর তাই রবির শর্তে বাধ্য হয়ে ক্রিকেটারদের ইতোমধ্যে এ ব্যাপারে অবহিত করেছে বিসিবি।
বিসিবির চুক্তিবদ্ধ হিসেবে অধিনায়ক মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা বছরে বেতন পান প্রায় ৪৮ লাখ টাকা। এর মধ্যে একটি টেলিকম কোম্পানির সাথে চার বছরের চুক্তিতে সাকিব আল হাসান একাই পান পাঁচ কোটি টাকার মতো। কোটি টাকার মতো পান তামিম ইকবালও। তবে এবার রবির শর্তে তাদের ব্যাপক ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।