সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

আদিতমারী উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন ফারুক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ইমরুল কায়েস।

মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচন ফলাফল কন্ট্রোল রুম সুত্রে এ ফলাফল নিশ্চিত করা হয়েছে।

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক ইমরুল কায়েস মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বে সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৮ ভোট।

এ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু (উড়োজাহাজ) এবং ভাইস মহিলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছামসুন নাহার মিলি (পদ্ম ফুল)।

সহকারী রিটার্রিং কর্মকর্তা আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নুর ই আলম সিদ্দিকী নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com