সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

আটোয়ারীতে সাব রেজিষ্ট্রী অফিস ও মাদরাসা কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাসিবুর রহমান,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়ারীতে সাব রেজিষ্ট্রী অফিস ও এক মাদ্রাসা কর্তৃক ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেজিষ্ট্রশন সার্ভিস এসোসিয়েশনের সহায়তায় আটোয়ারী সাব রেজিষ্ট্রী অফিসের উদ্যোগে ২শ এবং দারুল উলূম হোছাইনীয়া ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে ৮ শ শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে ১৬ জানুয়ারী মঙ্গলবার সকালে স্ব-স্ব প্রতিষ্টান প্রাঙ্গন হতে পৃথক পৃথক ভাবে দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সাব রেজিষট্রী অফিসের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা রেজিষ্টার অমৃত লাল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা সাব রেজিষ্টার মোঃ মাহফুজুর রাহমান, বোদা উপজেলা সাব রেজিষ্টার উম্মে সালমা, তেঁতুলিয়া উপজেলা সাব রেজিষ্টার, দেবদ্রুতি রায় এবং টুনিরহাট সাব রেজিষ্টার প্রতীক মন্ডল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল¬ুর হোসেন সরকার সহ অন্যান্যের মধ্যে সাব রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। এদিকে দারুল উলূম হোছাইনীয়া ইসলামীয়া মাদ্রাসার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, চালকল মালিক সমিতির সভাপতি ও পঞ্চগড় চেম্বারের সাবেক ডিরেক্টর মোঃ খলিলুর রহমান, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল¬ুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ঢাকা তাবলীগ জামাতের প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শামসুজ্জোহা, এনামুল হক প্রমুখ উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com