সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

আজও হকার উচ্ছেদে নামবেন মেয়র আইভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ঘোষণা দিয়েছেন, নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আজ বুধবার আবারও শান্তিপূর্ণভাবে হকার উচ্ছেদে নামবেন।

মঙ্গলবার বিকেলে চাষাড়ায় হকার উচ্ছেদে গিয়ে এমপি শামীম ওসমান সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পর সন্ধায় নগর ভবনে উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মেয়র আইভী এ ঘোষণা দেন।

এ সময় আইভী বলেছেন, শামীম ওসমানরা যে গুলি করে মানুষ মারে তা আজ নারায়ণগঞ্জবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল। নারায়ণগঞ্জ শহরের অনেক অস্ত্রবাজ-সন্ত্রাসীদের আমরা ভেসে যেতে দেখেছি। অনেক রাজা-মহারাজাদের উত্থান-পতন দেখেছি। আজকে শামীম ওসমান যেভাবে আমার কর্মীদের ওপর এবং আমার ওপর হামলা করে এক-দেড়শ জনকে আহত করলো এর জবাবও একদিন তাকে দিতে হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান মঙ্গলবার বিকেল থেকে শহরের ফুটপাতে হকারদের বসার নির্দেশ দেয়ার পর হকারদের ঠেকাতে রাস্তায় নামেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিকেল সাড়ে ৪টার দিকে নগর ভবন থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহরের চাষাড়া যান তিনি।

এ সময় সেখানে উপস্থিত শামীম ওসমান সমর্থকদের সঙ্গে আইভী সমর্থকদের গুলি বিনিমিয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেয়র আইভীসহ অর্ধশত লোক আহত হন। এতে নারায়ণগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় শামীম ওসমানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় একে অপরকে দুষছেন শামীম-আইভী। সূত্র: জাগো নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com