শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগের দুই ম্যাচে পেয়েছে দাপুটে জয়। বাংলাদেশের জন্য সিরিজটা নিশ্চিত হয়েই আছে। এবারের মিশন হোয়াইটওয়াশ।
অবশ্য দিনের শুরুতে টসভাগ্যটা বাংলাদেশের পাশে ছিল না। কয়েন ছিল আইরিশ অধিনায়ক গাবি লুইসের পক্ষে। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার
আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা ম্যারে, ওরলা প্রেনডারগাস্ট, লেয়াহ পল, উনা রেইমন্ড, ফ্রেয়া সারজেন্ট