বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৮ টায় প্রেস ব্রিফিং করা হবে। ল্যাব এইড হাসপাতালের তথ্য কর্মকর্তা সাইফুর রহমান লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে সেলিনা হায়াৎ আইভীর সিটিস্ক্যান ও এমআরআই করানো হয়েছে। সেটা নিয়ে বিকালে বসবে আইভীর চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। এরপর রাত ৮ টায় বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, শনিবার দুপুরে মেয়র আইভীকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন।
উল্লেখ্য, মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে আইভীকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।