শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

আইপিএলে অবিক্রিত রয়ে গেলেন ক্রিস গেইল!

স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার ক্রিস গেইল এবারের আইপিএলে দলই পেলেন না। ক্রিস গেইল টানা কয়েকটা সিজন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে খেলেছেন। কিন্তু গত আইপিএলে তেমন একটা ভালো পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন এ হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি এমনিতেই উইন্ডিজ দলেও নিয়মিত নয়। আসলে মাঠের বাজে পারফরমেন্সের পাশাপাশি কিছু বিতর্কও ছিল তার নামের পাশে। যদিও ওই বিতর্ককে ছাপিয়ে দিনমেষে মাঠের পারফরমেন্সটাই সবাই বিবেচনা করে। গেইলের ব্যাটে হয়তোবা আগের মত আর তেমন একটা ধার নেই তাই আইপিএলের মত এতো জমজমাট আসরে তার মতন এতো ভয়ানক ব্যাটসম্যানকে এবারের কোন ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়াতে সামান্য আগ্রহও দেখায়নি। যদিও সর্বশেষ বিপিএলে রংপুরকে বলতে গেলে একাই সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। কিন্তু এরপরেও গেইলের ভাগ্যে এবারের এগারতম আসরে কোন দলই জোটেনি টি-২০ ফরমেটের বিশ্বসেরা এ ক্রিকেটারের। যার ফলে এবারের আইপিএলে আর গেইল ঝড় দেখবে না গেইল ভক্তরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution