শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে এক মতবিনিময় সভা শেষে এ আহ্বান জানান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মব জাস্টিস’শব্দ দুটি উল্লেখ করে বেশ লেখালেখি হচ্ছে। মব জাস্টিস বলতে বুঝায় আইনের বাইরে গিয়ে উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিসকে অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয়ে থাকে ‘আইন নিজের হাতে তুলে নেবেন না।’

‘মব জাস্টিসের’ ক্ষেত্রে জনসচেতনতাটা বাড়ানো কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। কিন্তু আইন তো ‍নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও নাই। আইনের হাতে অপরাধীকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও (সাংবাদিকরা) একটু আমাদের সঙ্গে কাজ করতে পারেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায়ই কোনো হেনস্তার শিকার না হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com