শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

অসুস্থ ১৫০, আজ ও কাল ধর্মঘট

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে অংশ নেওয়া আরও ১০ জন শিক্ষক গতকাল শুক্রবার অসুস্থ হয়েছেন। এ নিয়ে ১১ দিনের অনশনে ১৫০ শিক্ষক অসুস্থ হলেন।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এই অনশনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। দাবি পূরণে আজ শনিবার ও কাল রোববার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে লিয়াজোঁ ফোরাম।

১০ জানুয়ারি থেকে অবস্থান এবং ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী। অসুস্থ হওয়া শিক্ষকদের অনেককে হাসপাতালে নেওয়া হচ্ছে। কেউ কেউ অনশনস্থলেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন।

এর আগে গত বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে বৈঠক করে। তবে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। বুধবারও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের নিষ্ফল বৈঠক হয়। শিক্ষকেরা বলেছেন, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের অনশন চলবে।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম আহ্বায়ক জি এম শাওন বলেন, ‘আশা করছি শনিবার (আজ) কোনো ইতিবাচক সাড়া পাব। প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে জানাবেন।’

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সামনের আরেক পাশে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সূত্র: প্রথম আলো

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com