শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

অসুস্থ্য সাংবাদিক কামাল হোসেনকে দেখতে গেলেন প্রেসক্লাবের সেক্রেটারি

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
গুরুতর অসুস্থ্য ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমাজের কথা পত্রিকার বারবাজার প্রতিনিধি কামাল হোসেন কে দেখতে গেলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার। ২৮ জানুয়ারি রোববার বিকেলে তিনি সিলেট থেকে ফিরে সাংবাদিক কামাল হোসেনের বারবাজারস্থ নিজ বাড়িতে তাকে দেখতে যান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন২৪ ডট কমের কালীগঞ্জ প্রতিনিধি কালাম গাজী।
সাংবাদিক কামাল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, নিউমোনিয়া, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগে ভূগছেন। গত ৮ জানুয়ারি সাংবাদিক কামাল হোসেন হঠাৎ গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
প্রেসক্লাবের সেক্রেটারি ও সমাজের কথার স্টাফ রিপোর্টার নয়ন খন্দকার তার শয্যাপাশে বসে চিকিৎসাসহ শারীরিক অবস্থার খোঁজ খবন নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ, সাংবাদিক কামাল হোসেন কালীগঞ্জের সিনিয়র সাংবাদিকের মধ্যে অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন পত্রিকায় বারবাজার প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সমাজের কথা পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com