শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

অসুস্থ্যতা কাটিয়ে নিজ এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ ১০ মাস পর তার নির্বাচনী এলাকা শ্রীনগরে আগমন উপলক্ষে ২৮ জানুয়ারী রবিবার সকাল ৯ টায় নেতাকর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয়। দুপুর ১২ টার দিকে তিনি ঢাকা থেকে ছনবাড়ী আসলে নেতাকর্মীরা তার গাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভায় যোগ দেয়ার জন্য সময় সল্পতার কারনে এমপি সুকুমার রঞ্জন ঘোষ কারো সাথে সাক্ষাত না করে মুন্সীগঞ্জ চলে যান। দীর্ঘদিন পর এমপির সাথে দেখা করতে না পেরে অপেক্ষামান শত শত নেতা কর্মিরা হতাশ হয়ে ফিরে যান। এ সময় এমপিকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, মনির হোসেন মিটুল, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেছারউল্লাহ সুজন, ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম, বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান আজিম হোসেন খান, আ ঃ বারেক খান বারী, তন্তর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সহ সভাপতি শেখ সেলিম, ছিদ্দিকুর রহমান লস্কর, যুব উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক শিউলি আক্তার কথা সহ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গত বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ ও সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা গোলাম সারোয়ার কবির গ্রুপের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাকা গুলি ও কাঁদানো গ্যাস ছুড়ে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। দুই গ্রুপই পাল্টাপাল্টি মামলা দায়ের করে। সংঘর্ষের দুই দিন পর উপজেলার ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় সুকুমার রঞ্জন ঘোস এমপি অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয় । এরপর থেকে আর তিনি তার নির্বাচনী শ্রীনগর-সিরাজদিখান এলাকায় আসেননি। এ দিকে দীর্ঘ দিন পর মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকায় এমপির আগমন উপলক্ষে তার সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com