শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। আজ সোমবার অলিখিত ফাইনালে মাঠে নামবে দু’দল। প্রথম ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ের পর দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল ঘুরে দাঁড়িয়েছে। ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে। আজ (সোমবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
সিরিজের শুরুতে ধাক্কাই খেতে হয় বাংলাদেশকে। বাজে ব্যাটিংয়ে সঙ্গী হয় ৯২ রানের পরাজয়। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবেই প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে তিন বিভাগে পারফরম্যান্স করেছে। তুলে নিয়েছে ৬৮ রানের অসাধারণ জয়। ফলে তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। দ্বিতীয় ম্যাচের মতো অলিখিত ফাইনালেও ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচ জেতার পর শান্তও সেটি মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের অধিনায়কের মতে সিরিজ জিততে হলে দলকে আরও উন্নতি করতে হবে, ‘এখন একটু ভালো লাগছে। কিন্তু এখনও কিছু বাকি আছে। আমাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যি বলতে আমি খুশি নই। স্পিনের বিপক্ষে উইকেট কঠিন ছিল বলে সম্ভবত আমাকে একটু বেশিক্ষণ ব্যাট করতে হয়েছে। আমাদের ব্যাটারদের উইকেটের গুরুত্ব দিতে হবে।’
দ্বিতীয় ম্যাচ জয়ের পর ১৮ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এখন ১১টি এবং হার ৭টি। গত বছরের জুলাইতেই আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেয়েছিল। ওই হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল বাংলাদেশের। সোমবার শারজাতে বাংলাদেশ দল কোনওভাবেই সিরিজ হারতে চাইবে না। এমনিতেই প্রথম ম্যাচ হেরে র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। সিরিজ হেরে গেলে আরও প্রভাব পড়বে।
অলিখিত ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ গত ম্যাচে নাসুম-জাকির আলিরা দারুণ ক্রিকেট খেলেছেন। বাংলাদেশর টিম ম্যানেজমেন্ট তাদের ওপরই আস্থা রাখছে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরেই ব্যাট হাতে ২৫ রান করার পর বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন নাসুম। তার এমন প্রত্যাবর্তন বেশ আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এদিকে অভিষেক ম্যাচে নিজের কারিশমা দেখিয়েছেন জাকেরও। তৃতীয় ম্যাচে তাই নাসুম-জাকেরের কাছ থেকে সেরাটাই চাইবে দল।