বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:২২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচন সময়সীমা নিয়ে জামায়াতের আপত্তি নেই: আজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক ॥
রংপুর, ১৩ জুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। আজ রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সদ্য কারামুক্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা জানান।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, “বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন সংস্কার। আমরা আগেই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছিলাম। এই সময়কে আমরা যৌক্তিক মনে করি। সরকারের ঘোষিত সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এপ্রিলের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো সহিংসতা ও বিশৃঙ্খলা যেন না ঘটে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশের মানুষ মতপ্রকাশের সুযোগ পেয়েছে, এটাই একটি বড় পরিবর্তনের সূচনা।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এ টি এম আজম খান, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ অন্যান্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com